১৬ মাসের বেশি সময় ধরে চলা মহামারিতে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। ঈদের পরে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা।
করোনা সংক্রমণ
মাত্র ৯ দিনে এক লাখ রোগী
১৬ মাসের বেশি সময় ধরে চলা মহামারিতে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। ঈদের পরে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। মোট শনাক্ত রোগী ১০ লাখ থেকে বেড়ে ১১ লাখ ছাড়াতে সময় লেগেছে মাত্র ৯ দিন। দেশে ১৬ মাসের বেশি সময় ধরে চলা মহামারিতে এটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত এক লাখ রোগী শনাক্তের রেকর্ড।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ দুই সপ্তাহের বিধিনিষেধের কোনো ইতিবাচক প্রভাব এখন পর্যন্ত দেখা যায়নি। বিধিনিষেধ শিথিলের পর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত পশুর হাটগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন। সেখানে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। হাটে যাওয়া ব্যক্তিদের কারও কারও করোনা শনাক্ত হচ্ছে।
পশুর হাটের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়ে রাখা আর মাইকিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে স্বাস্থ্যবিধি। অন্যদিকে ঈদ সামনে রেখে গ্রামের পথে ছুটছে হাজার হাজার মানুষ। সেখানেও স্বাস্থ্যবিধি খুব একটা মানা হচ্ছে না। ইতিমধ্যে গ্রামগঞ্জে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বেশি ছড়াচ্ছে করোনার ডেলটা ধরন (ভারতে উৎপত্তি)।
সব মিলিয়ে জনস্বাস্থ্যবিদেরা বলছেন, শিগগিরই সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ার আশা নেই। বরং ঈদের পর অবস্থার আরও অবনতি হতে পারে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, এখন যেভাবে লোকসমাগম হচ্ছে, সংক্রমণে তার প্রভাব দেখা যাবে ঈদের পরে। দুই সপ্তাহের বিধিনিষেধের প্রভাবে ঈদের আগে যদি সংক্রমণ না কমে, তাহলে ঈদের পর জ্যামিতিক হারে রোগী বাড়ার আশঙ্কা আছে।
0 Comments